kalerkantho


১৩ সেপ্টেম্বর বাংলাদেশে কোরবানির ঈদ

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৮১৩ সেপ্টেম্বর বাংলাদেশে কোরবানির ঈদ

জিলহজ মাসের চাঁদ শুক্রবার দেখা না যাওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।

তিনি বলেন, বাংলাদেশের কোথাও জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই জিলহজ মাস শুরু হবে রবিবার থেকে। ১০ জিলহজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখা কমিটির বৈঠকে ধর্ম সচিব মো. আবদুল জলিলও উপস্থিত ছিলেন।


মন্তব্য