kalerkantho


চাঁদপুরে জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৫চাঁদপুরে জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু

চাঁদপুরে জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ এক ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার ২০ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে রায়হান নামে ২৩ বছর বয়সী ওই যুবকের মৃত‌্যু হয় বলে মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। তিনি বলেন, রায়হানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

বুধবার রাত ১২টার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ট‌্যাংক লরি থেকে একটি গুদামে জ্বালানি তেল নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে গুদাম ও এর পাশের একটি ভবনে আগুন ধরে যায়।

ওই ঘটনায় সাতজন দগ্ধ হন, যাদের মধ‌্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পাঁচজন হলেন মিজানুর রহমান মিজান (৫০), তার ছেলে নূর মোহাম্মদ মামুন (২১), বাদশা মিয়া (৫০) ও মাসুদ (২৮)।


মন্তব্য