kalerkantho


আজ চাঁদ দেখা গেলে ১২ সেপ্টেম্বর ঈদ

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৫৮আজ চাঁদ দেখা গেলে ১২ সেপ্টেম্বর ঈদ

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে হবে তা জানা যাবে শুক্রবার (২ সেপ্টেম্বর)। জিলহজ মাসের চাঁদ দেখতে শুক্রবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।
কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে।
শুক্রবার ১৪৩৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ১২ সেপ্টেম্বর ঈদুল আজহা পালিত হবে। চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী রবিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ১৩ সেপ্টেম্বর।
ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা অন্য কোনো উপায়ে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।


মন্তব্য