kalerkantho


ফেসবুক ও টুইটারে আসছেন খালেদা জিয়া

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৫৯ফেসবুক ও টুইটারে আসছেন খালেদা জিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি তাঁর নিজের নামে ফেসবুক পেইজ ও টুইটার অ্যাকাউন্টের উদ্বোধন করবেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় খালেদা জিয়ার নামে অফিসিয়াল ফেসবুক পেইজ ও টুইটার অ্যাকাউন্ট এবং বিএনপির দলীয় ব্লগ ও ওয়েবসাইটের উদ্বোধন করা হবে।


মন্তব্য