kalerkantho


জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

কালের কণ্ঠ অনলাইন   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:১৩জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে বেলা পৌনে ১১টায় গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া গন্তব্যের পথে রওনা করেন বলে জানান তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
 
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদদ আহমেদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মামুন স্ট্যালিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

 


মন্তব্য