রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন ব্যাপারী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর বাড্ডার পুরাতন থানা রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিটন ব্যাপারী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসাহা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি রাজধানীর উত্তর বাড্ডা পুরাতন থানা রোড এলাকায় ইসাব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। লিটন সুবাস্তু মার্কেটের কর্মচারী ছিলেন।
লিটনের বাবা জয়নাল আবেদীন জানান, দুপুরে বাসার সামনে ভেজা কাপড় নাড়ছিলেন লিটন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুপুর ১টা ৫০ মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ওসি আব্দুল জলিল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের