kalerkantho


কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন বরিশাল শহর

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১০:২০কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন বরিশাল শহর

কালবৈশাখী ঝড়ে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল বৃহস্পতিবার শেষ রাত থেকে বিদ্যুৎহীন বরিশাল শহর।

এ ব্যাপারে আজ শুক্রবার সকাল ৯টায় বরিশালের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ওজোপাডিকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইখতিয়ার উদ্দিন বলেন, রাতের ঝড়ের সময় নগরীর বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গেছে। ফলে বিতরণ লাইনে সমস্যা সৃষ্টি হয়েছে। এ কারণে রাত ৩টা থেকে এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিতরণ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আমরা আশা করছি।

এদিকে, ঝড়ে কিছু গাছ ভেঙে পড়লেও নগরীতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ফায়ার জানিয়েছে সার্ভিস কর্তৃপক্ষ।  


মন্তব্য