kalerkantho


রমনা টেলিফোন এক্সচেঞ্জের ১০ হাজার নম্বর পরিবর্তন হচ্ছে

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ২৩:৩১রমনা টেলিফোন এক্সচেঞ্জের ১০ হাজার নম্বর পরিবর্তন হচ্ছে

গ্রাহকবৃন্দকে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে রমনা টেলিফোন এক্সচেঞ্জের ৭১১ এবং ৭১২ দ্বারা শুরু সাত ডিজিটের প্রায় দশ হাজার নম্বর ৩ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ‘৪৭১’ এবং ‘৫৭১’ গ্রুপের আট ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হবে।
গ্রাহকবৃন্দের টেলিফোন নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কলের মাধ্যমে নতুন নম্বর জানিয়ে দেয়া হবে। পরিবর্তিত নতুন নম্বরের তালিকা গ্রাহকবৃন্দের অবগতির জন্য www.btcl.com.bd ওয়েবসাইটে দেয়া হয়েছে।
এছাড়া, বিটিসিএল কল সেন্টারে ‘১৬৪০২’-তে অথবা অফিস চলাকালীন ৯৫৮৭৭৭৭ নম্বরে যোগাযোগ করেও পরিবর্তিত নম্বর জানা যাবে।


মন্তব্য