kalerkantho


তনু হত্যা : শুক্রবার গণজাগরণের সমাবেশ

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ১৭:১৫তনু হত্যা : শুক্রবার গণজাগরণের সমাবেশ

‘খুন, ধর্ষণ, নিপীড়ন, রুখবে বাংলার জনগণ’- এই স্লোগানে, তনুর খুনিদের গ্রেপ্তার, বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ চার দফা দাবিতে শুক্রবার সারাদেশে নাগরিক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বেলা ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহবাগে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, অবিলম্বে তনুর ধর্ষক ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, হাইকোর্ট কর্তৃক প্রণীত ‘যৌন নিপীড়নবিরোধী নীতিমালা’ বাস্তবায়ন করা, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করা এবং সকল নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ইমরান এইচ সরকার ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন- যারা রাজপথে তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠান, সংগঠনের ব্যানারে শুক্রবারের নাগরিক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।


মন্তব্য