kalerkantho


মওদুদ আহমদ গুরুতর অসুস্থ

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ১৫:৫৯মওদুদ আহমদ গুরুতর অসুস্থ

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মওদুদ আহমদের বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তার ঠাণ্ডার সমস্যাও আছে। তার পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য মওদুদ আহমদকে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে।

 


মন্তব্য