kalerkantho


দশম সংসদ অধিবেশন বসছে ২৪ এপ্রিল

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৬ ১৮:৩৬



দশম সংসদ অধিবেশন বসছে ২৪ এপ্রিল

দশম জাতীয় সংসদের ১০ম অধিবেশন আগামী ২৪ এপ্রিল বিকেল ৫ টায় বসবে। আজ বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বিধান রয়েছে।

উল্লেখ্য,গত ২৯ ফেব্রুয়ারী সংসদের নবম অধিবেশন শেষ হয়। বছরের প্রথম এই অধিবেশন শুরু হয়েছিলো ২০ জানুয়ারি।


মন্তব্য