kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ২১:২৭যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

যশোরে ইদ্রিস আলী নামে এক বিএনপির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমাইল বাজারে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

নিহত ইদ্রিস আলী সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের আব্দুল কাশেম মুন্সির ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, মাগরিবের নামাজের পর সাতমাইল বাজারে ইদ্রিস আলী তার কাঠের দোকানে বসে ছিলেন। এসময় ২/৩টি মোটর সাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে আসে। তারা মোটরসাইকেলের ওপর বসে ইদ্রিসকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদ্রিস আলী মারা যান।
তিনি আরো জানান, স্থানীয় আওয়ামী লীগের নান্নু গ্রুপের সঙ্গে ইদ্রিস আলীর বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য