kalerkantho


'দেশের সর্বস্তরের মানুষকে দুর্নীতিবিরোধী অভিযানে সচেতন করতে হবে'

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ২০:১০'দেশের সর্বস্তরের মানুষকে দুর্নীতিবিরোধী অভিযানে সচেতন করতে হবে'

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের সর্বস্তরের মানুষকে দুর্নীতিবিরোধী অভিযানে সচেতন করতে হবে।
সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতি নির্মূলের উপর গুরুত্বারোপ করে তিনি এক্ষেত্রে সাংবাদিকবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ এর চতুর্থ দিনে আজ মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহবান জানান। ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ এর চতুর্থ দিনে আজ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় হতে দুর্নীতি বিরোধী একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি কমিশনের প্রধান কার্যালয় হতে শুরু হয়ে কাকরাইল মোড়-বিজয়নগর-পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে। কমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে চেয়ারম্যান ইকবাল মাহমুদ আরো বলেন, দেশের প্রতিটি নগর, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতার লক্ষ্যে কর্মসূচি পালন করা হচ্ছে।


মন্তব্য