kalerkantho


প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্র নিহত, সড়ক অবরোধ

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ১৭:৩২প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্র নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামে সিটি করপোরেশন পরিচালিত বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দামপাড়া ক্যাম্পাসে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে নাসিম মোহাম্মদ সোহেল (১৮) নামে এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনার পর নগরীর প্রবর্তক মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও ভাঙচুর চালানো হয়েছে।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠানের কমিটি গঠন নিয়ে দুপুরে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী ছুরিকাহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাসিম আহমেদ সোহেল নাম ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয় বলে হাসপাতাল ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান।

নিহত সোহেল বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এবং ভাঙচুর চালায়।


মন্তব্য