kalerkantho


জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ১২:৩৮জবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের হারুন ও আগুন গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, পূর্বশক্রতার জের ধরে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন গ্রুপের কর্মী তূর্য, জিয়েন ও নাসিরসহ কয়েকজন মিলে সাংগঠনিক সম্পাদক জহির রায়হান আগুন গ্রুপের কর্মী রাতুল ও শুভকে বেধড়ক মারধর করে। পরে আহতদের স্থানীয় সুমনা হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ে তারা ময়মনসিংহ গ্রুপ নামে পরিচিত।

এ বিষয়ে জানতে চাইলে আগুন বলেন, এটা গ্রুপের সংঘর্ষ নয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে হারুনকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। সংঘর্ষে জড়িতরা ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম। জবি প্রক্টর নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

 


মন্তব্য