kalerkantho


রাষ্ট্রপতির সঙ্গে আজ দেখা করবেন প্রধান বিচারপতি

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ০৯:২৯রাষ্ট্রপতির সঙ্গে আজ দেখা করবেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে বলে বঙ্গবভবনের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতির গত ২৩ মার্চ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে, ওই সাক্ষাৎ অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। এবার প্রধান বিচারপতির নেতৃত্বে আরও বড় পরিসরে উচ্চ আদালতের বিচারপতিগণ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

 


মন্তব্য