মন্ত্রিসভা বৈঠকে আজ বিদ্যমান আইন হালনাগাদকরণ এবং দেশের সকল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে 'বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইনের' খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে নীতিগতভাবে 'অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৬' অনুমোদন করা হয়েছে।
আলম জানান, একটি স্বতন্ত্র কম্পানির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিস পরিচালনার লক্ষ্যে বৈঠকে 'কন্টেইনার কম্পানি অব বাংলাদেশ লি.’ গঠনের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়াও, বৈঠকে গত ১৫-১৬ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা নগরীতে অনুষ্ঠিত স্যানিটেশন ও পানিসংক্রান্ত মন্ত্রিপর্যায়ের বৈঠকে এলজিআরডি ও সমবায় মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়।
মন্ত্রিবর্গ ও প্রতিমন্ত্রীগণ বৈঠকে যোগ দেন এবং সংশ্লিষ্ট সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের