প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয় নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় জরিমানার শিকার হওয়া দুই মন্ত্রী স্বপদে বহাল থাকবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের নৈতিক বিষয়। বিষয়টা হাইকমান্ড ভালোভাবে নেয়নি। তারা কী করবেন এটা তাদের ব্যক্তিগত বিষয়।
সোমবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজকের মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। পদত্যাগের জল্পনা-কল্পনার মধ্যেই সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দেন কামরুল ইসলাম ও আ ক ম মোজম্মেল হক।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের