kalerkantho


প্রধান বিচারপতিকে স্মারকলিপি হেফাজতে ইসলামের

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১১:৩০প্রধান বিচারপতিকে স্মারকলিপি হেফাজতে ইসলামের

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ সোমবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বরাবর দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব ফজলু রহমান কাসেমীর নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ২ এর (ক) অনুযায়ী, প্রজাতন্ত্রে রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ অন্য ধর্ম পালনে রাষ্ট্র সমমযার্দা ও সম-অধিকার নিশ্চিত করিবে। যা দীর্ঘ ২৮ বছর যাবৎ সংবিধানে সন্নিবেশিত রয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশের অধিকাংশ জনগণের চিন্তা-চেতনা ও বিশ্বাসের প্রতিফলন। এটি সংবিধানে একটি প্রতিষ্ঠিত বিষয়।

একে চ্যালেঞ্জ করে রিট করায় সংখ্যাগরিষ্ঠ জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রধর্ম ইসলাম সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগ অনুভূতির সঙ্গে জড়িত। একে বাতিলের কোনো উদ্যোগ এ দেশের জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হলে তা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাতেরই সামিল হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় তৌহিদি জনতা নেবে না বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

 


মন্তব্য