kalerkantho


লিবিয়ায় সংঘর্ষে ৪ বাংলাদেশি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ১৬:১৪লিবিয়ায় সংঘর্ষে ৪ বাংলাদেশি নিহত

লিবিয়ার বেনগাজিতে দুই পক্ষের সংঘর্ষে ৪ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রবিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুপুরে তার ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন :  ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন ও মো. হাসান। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


মন্তব্য