kalerkantho

বুধবার । ১৮ জানুয়ারি ২০১৭ । ৫ মাঘ ১৪২৩। ১৯ রবিউস সানি ১৪৩৮।


আগারগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মার্চ, ২০১৬ ১৫:৫৫আগারগাঁওয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর আগারগাঁওয়ের আমলীর এলাকায় লাবনী আক্তার (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে ময়মসিংহ জেলার গফরগাঁও উপজেলার বিল্লাল হোসেনের মেয়ে। আজ রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লাবনীর মা বলেন, সকালে রুটি খেতে দেওয়া হলে সে রুটি খাবে না জানিয়ে পুরি খেতে চায়। পরে আমি তাকে বাসায় রেখে বাজারে যাই। এসে দেখি ঘরের দরজা লাগানো। জানালা দিয়ে দেখি, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে লাবনী। পরে স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 


মন্তব্য