kalerkantho


হেফাজতে ইসলামের কর্মসূচি পালিত

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১৭:০০হেফাজতে ইসলামের কর্মসূচি পালিত

সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখার দাবিতে হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সিঁড়িতে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও খেলাফত মজলিশসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন এই কর্মসূচি পালন করে।

সমাবেশে বক্তারা বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি না- এ বিষয়ে ২৭ মার্চ আদালতের রায় দেওয়ার কথা। যদি সংবিধান থেকে তা বাতিল করা হয়, তাহলে তাঁরা তা কঠোরভাবে প্রতিহত করবেন এবং ২৮ মার্চ থেকে আরও কঠোর কর্মসূচি দেবেন।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী, যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ, ঢাকা মহানগরের সদস্যসচিব জুনায়েদ আল হাবিব, যুগ্ম আহ্বায়ক আহমদ আবদুল কাদের ও আবদুর রব ইউসুফি।

সমাবেশ শেষে সংগঠনগুলো পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত একটি মিছিল করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।


মন্তব্য