kalerkantho


ফরচুনের 'ওয়ার্ল্ড'স গ্রেটেস্ট লিডারস' তালিকায় শেখ হাসিনা

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৬ ২২:১৯ফরচুনের 'ওয়ার্ল্ড'স গ্রেটেস্ট লিডারস' তালিকায় শেখ হাসিনা

মার্কিন সাময়িকী ফরচুন এর 'ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিডারস' এর তালিকায় স্থান পেয়েছেন বংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সাময়িকীটির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
ফরচুনের তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ১০ নম্বরে। এতে শীর্ষ স্থান দখল করেছেন মার্কিন উদ্যোক্তা জেফ বিজোস।
সাময়িকীটির ওয়েবসাইটে তালিকায় স্থানপ্রাপ্তদের নাম প্রকাশ করে বলা হয়- ব্যবসা, সরকার ব্যবস্থা, বিশ্বপ্রীতি ও কলায় এবং সারাবিশ্বে এই মানুষগুলো পরিবর্তন আনছেন একই সঙ্গে অন্যদেরও তা করতে অনুপ্রেরণা দিয়ে চলেছেন।


মন্তব্য