kalerkantho

রবিবার। ২২ জানুয়ারি ২০১৭ । ৯ মাঘ ১৪২৩। ২৩ রবিউস সানি ১৪৩৮।


সভ্য সমাজে সন্ত্রাসীদের কোনও স্থান নেই : প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৬ ১৯:৩৬সভ্য সমাজে সন্ত্রাসীদের কোনও স্থান নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেছেন, কোন সভ্য সমাজে সন্ত্রাসীদের স্থান নেই।
প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি, সন্ত্রাসী সন্ত্রাসীই। তাদের কোনও বর্ণ, ধর্ম অথবা ধর্ম বিশ্বাস যাই হোক, কোন সভ্য সমাজে তাদের ঠাঁই নেই।
বেলজিয়ামের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি একথা বলেন।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ব্রাসেলস বিমান বন্দর এবং মেট্টো স্টেশনে আকস্মিক সন্ত্রাসী হামলায় তিনি গভীর মর্মাহত। এই হামলায় অনেক নিরীহ লোক প্রাণ হারিয়েছে।
শেখ হাসিনা বার্তায় বলেন, বাংলাদেশ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং এ ঘটনায় সে দেশের জনগণ ও সরকারের পাশে আছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলকে উদ্দেশ্য করে বলেন, আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনার এবং আপনার সরকার ও জনগণের প্রতি আমাদের গভীর শোক প্রকাশ করছি। এই হামলায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও বার্তায় সহানুভূতি জানানো হয় এবং শোকাহত পরিবারের সদস্যরা যাতে এই শোক কাটিযে উঠতে পারেন এই প্রার্থনা করা হয়।


মন্তব্য