kalerkantho


সিইসির সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষ‍াত

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৬ ১৮:০৮সিইসির সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষ‍াত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকীব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ইসি সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপির একজন ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান এবং বিএনপি নেতা মনিরুল ইসলাম ও  দলটির নির্বাহী কমিটির সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
এর আগে বিএনপির পক্ষ থেকে সকাল সাড়ে ৯টার দিকে সিইসি’র সাক্ষাতের সময়সূচি চেয়ে আবেদন করা হয়। কিন্তু তখন ইসি কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় দেন সিইসি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে অভিযোগ ও আলোচনার জন্যই সিইসির সঙ্গে বিএনপি প্রতিনিধিদল দেখা করতে গিয়েছেন বলে জানা গেছে।


মন্তব্য