kalerkantho

শুক্রবার । ২০ জানুয়ারি ২০১৭ । ৭ মাঘ ১৪২৩। ২১ রবিউস সানি ১৪৩৮।


মেহের আফরোজ চুমকির জাতিসংঘের সাইড ইভেন্টে অংশগ্রহণ

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৬ ১৭:০৪মেহের আফরোজ চুমকির জাতিসংঘের সাইড ইভেন্টে অংশগ্রহণ

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি কানাডিয়ান আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী কারিনা গোল্ডের সাথে সোমবার জাতিসংঘে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠককালে তিনি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অর্জনগুলো তুলে ধরেন। তিনি বিশেষ করে বাল্যবিবাহ রোধে বাংলাদেশ সরকারের পদক্ষেপগুলোও কানাডীয় মন্ত্রীকে অবহিত করেন।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ৬০তম সিএসডব্লিউ অধিবেশনে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ কথা বলা হয়।
বিকেলে জাতিসংঘে ৬০তম সিএসডব্লিউ অধিবেশন উপলক্ষে বাংলাদেশ ও কানাডার যৌথ উদ্যোগে এক সাইড ইভেন্টের আয়োজন করা হয়। এতে প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের বাল্যবিবাহ রোধের নীতি ও পদক্ষেপগুলো তুলে ধরেন। এছাড়া এ সাইড ইভেন্টে কানাডীয় মন্ত্রী কারিনা গোল্ড, ইউনিসেফের ডিরেক্টর টেড চাইবান এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জলি নুর হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘ইনিশিয়েটিভ টু চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, কানাডীয় মন্ত্রী ও ইউনিসেফ প্রতিনিধি বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত এ পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী আগামী ২৩ মার্চ বুধবার জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিএসডব্লিউ অধিবেশনে বক্তব্য প্রদান করবেন।


মন্তব্য