kalerkantho


ইসি বিশ্ববাসীকে বোকা বানাতে চায়: ফখরুল

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৬ ১৩:৩৮ইসি বিশ্ববাসীকে বোকা বানাতে চায়: ফখরুল

প্রহসনের নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার ও দলীয় নির্বাচন কমিশন বিশ্ববাসীকে বোকা বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ও কমিশন বিশ্বাসীকে বোকা বানানোর প্রকল্প নিয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে সেখানে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করতেই নির্বাচন প্রহসনে পরিণত করছে সরকার। সহিংসতা, প্রশাসন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এসব জেনেই নির্বাচনে গিয়েছি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে। এতে সরকারের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হচ্ছে। আর এর মধ্য দিয়ে বার বার প্রমাণিত হচ্ছে যে দলীয় সরকার এবং দলীয় কমিশনের অধীনে কখনও নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক দল নির্বাচনে অংশগ্রহণ ছাড়া, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় নেই।

 


মন্তব্য