kalerkantho


ইসলামিক ফাউন্ডেশন ৪ লাখ ৪৫ হাজার ৭৭০ কোরআন শরিফ বিতরণ করবে

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৬ ১৯:২৪ইসলামিক ফাউন্ডেশন ৪ লাখ ৪৫ হাজার ৭৭০ কোরআন শরিফ বিতরণ করবে

আগামীকাল ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ দিনটি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ৬৪ জেলা ও ৫০৫টি উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ৪ লাখ ৪৫ হাজার ৭শত ৭০ খানা পবিত্র কোরআন শরিফ বিতরণ করবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এইদিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, জাতীয় খতিব সম্মেলন ২০১৬ ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২০১৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেব পবিত্র কুরআন শরীফ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত ধর্মসচিব মো: আব্দুল জলিল।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরবেন। জাতীয় খতিব কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দীন আল কাদেরী সারাদেশের খতিবদের পক্ষ থেকে বক্তৃতা করবেন।
অনুষ্ঠানে সারাদেশ থেকে তিন সহস্রাধিক ইমাম-খতীব, আলেম-ওলামা অংশগ্রহণ করবেন। - বাসস।


মন্তব্য