স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গ্রামীণ অর্থনীতির বিকাশে আগামী বাজেটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বাজেট বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ২০১৬-১৭ অর্থবছরে বিআরডিবি’র বাজেট বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। খন্দকার মোশাররফ আজ রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সভা কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের অন্য মন্ত্রণালয়ে বদলি ও ভারপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায়ের এ মন্ত্রণালয়ে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
ক্ষুদ্র ঋণদান কর্মসূচির উদ্ভাবক কুমিল্লাস্থ বার্ড’কে ক্ষুদ্র ঋণদান কর্মসূচির উদ্ভাবক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইআরডিবি (বর্তমানে বিআরডিবি) গ্রামীণ ব্যাংকের অনেক আগে থেকে এ কর্মসূচি চালু করে।
মস্ত্রী নবাগত সচিবকে একজন কর্মঠ ও দক্ষ কর্মকর্তা এবং বিদায়ী সচিবকে কাজের প্রতি আন্তরিক ও হাসি-খুশী মানুষ হিসেবে উল্লেখ করেন।
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ সরকারি চাকুরীতে আগমন ও বিদায়কে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করে বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের দেশ ও জনগণের কল্যাণের লক্ষ্যে কাজে সদা প্রস্তুত থাকতে হবে। তিনি সচিবদ্বয়কে মেধাবী, অভিজ্ঞ ও প্রজ্ঞাবান হিসেবে উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায় তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মতো জনকল্যাণধর্মী বিভাগের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বর্তমান সরকারের চলমান পল্লী উন্নয়ন ও ও দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে সফল করতে টিম স্পিড নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদায়ী সচিব এম এ কাদের তার নতুন দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে থেকে কাজ করার অভিজ্ঞতাকে তিনি কাজে লাগাতে চান। তার এ বিভাগে প্রায় ৩ বছর সময়কালে দেশের দারিদ্র্যতার হার শতকরা ১০ ভাগ হ্রাস পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ আবদুল মালেকসহ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের