kalerkantho


খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ১৭:৪৮খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে প্রাইভেট কারের ভেতরে থাকা তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

এ সময় মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী তেঁতুলিয়া পরিবহনের অপর একটি বাসও সেখানে দুর্ঘটনায় পড়ে। এতে বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। খিলক্ষেত থানার পুলিশ ঘটনার সত্য স্বীকার করে বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।


মন্তব্য