kalerkantho


বছরে দেশ থেকে পাচার হয় ৯০০ কোটি ডলার

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ১৫:২২বছরে দেশ থেকে পাচার হয় ৯০০ কোটি ডলার

বাংলাদেশ থেকে বছরে ৯০০ কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। আজ রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (আইসিসি, বাংলাদেশ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জ নিয়ে এই সভার আয়োজন করা হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের জন্য চিন্তার বিষয় অর্থপাচার হয়ে যাওয়া। এ বিষয়ে শেষ প্রতিবেদন অনুযায়ী বছরে ৯০০ কোটি টাকা পাচার হয়েছে। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশেরও ওপরে। এর আগে আলোচনা সভার মূল প্রবন্ধে বিশ্বব্যাংকে লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ থেকে বছরে পাচার হওয়া অর্থের পরিমাণ জিডিপির ১ দশমিক ২ শতাংশের সমান।

 


মন্তব্য