kalerkantho


পরিবেশবান্ধব স্থাপত্য নির্মাণ করুন : প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৬ ১৩:১০পরিবেশবান্ধব স্থাপত্য নির্মাণ করুন : প্রধানমন্ত্রী

দেশে পরিবেশবান্ধব স্থাপত্য নির্মাণে স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থপতিদের এমন স্থাপত্য নির্মাণ করতে হবে, যা টেকসই ও মজবুতের পাশাপাশি পরিবেশবান্ধব হবে।

হাসপাতাল, কলকারখানাসহ বিভিন্ন স্থাপত্যের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে স্থাপত্য নির্মাণের আগে দেশি কনসালটেন্টদের পরামর্শ নিতে বলেন। তিনি বলেন, বাইরের দেশের কনসালটেন্টদের চেয়ে আমাদের দেশের কনসালটেন্টরা দেশের আবহাওয়া সম্পর্কে ভালো জানেন বা ভালো বোঝেন। তাই তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটাই ভালো।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে চায়। সবার জন্য আবাসন সুবিধা নিশ্চিত করাই সরকারের টার্গেট। তবে আবাসনের নামে আজ জলাধারগুলো ধ্বংস করা হচ্ছে। খালগুলো দখল করে বক্স কালভার্ট করার প্রয়োজনীয়তাও আজ প্রশ্নের মুখে। তিনি বলেন, রাজধানীর পুকুরগুলো দখল করা যাবে না। পুকুর ভরাট করা যাবে না। আমাদেরকে মাস্টার প্ল্যানের আওতায় উন্নয়ন কাজ করতে হবে। নগরীতে ভবন নির্মাণেও আমাদেরকে আরো যত্নবান হতে হবে। আমাদের দেশে বাড়ি ঘরে ভেল্টিলেশনের ব্যবস্থা খুবই দুর্বল।

 


মন্তব্য