সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া তার বক্তব্যে শেখ হাসিনামুক্ত নির্বাচন করার কথা বলেছেন। এটা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি আরও বলেন, খালেদা জিয়ার এ বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়, অস্ত্রের ভাষায় কথা বলেছেন তিনি। তার এ বক্তব্য পরিষ্কার নয়। তারপরও তার বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়।
আজ রবিবার বেলা ১১টার দিকে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের সন্দেহ প্রকাশ করে বলেন, তাহলে কি খালেদা জিয়া ১৫ আগস্টের ট্র্যাজেডির মতো জড়িয়ে পড়ছেন। নির্বাচনের ব্যাপার নির্বাচন কমিশন জানে। খালেদা জিয়ার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে দেশের মানুষ।
সংলাপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখতে চান না। তাহলে তিনি কার সঙ্গে সংলাপ করতে চান? বিএনপির এ কাউন্সিলকে তামাশা ও নাটক মন্তব্য করে তিনি বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানে ভূতের মুখে রাম নাম।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের