kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।


শ্যালা নদীতে ডুবেছে কয়লাবাহী কার্গো জাহাজ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৬ ২৩:০৯শ্যালা নদীতে ডুবেছে কয়লাবাহী কার্গো জাহাজ

সুন্দরবনের শ্যালা নদীতে কয়লাবাহী একটি কার্গো জাহাজ (কোস্টার) ডুবে গেছে। ডুবে যাওয়া কোস্টারের নাম 'সি হর্স-১'।
 
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকাল ৫টার দিকে সুন্দরবন শ্যালা নদীর হরিণটানা এলাকায় কোস্টারটি তলা ফেটে ডুবে যায়।

একটি ডুবন্ত জলযানের মাস্তুলের সঙ্গে ধাক্কা লেগে কোস্টারের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
 
কার্গো মাস্টার সিরাজুল ইসলাম মোল্লা জানান, জাহাজের ১২ জন নাবিক ও ক্রু সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এক হাজার ২৩৫ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া কোস্টারটি চট্টগ্রাম থেকে বাগেরহাটের শরণখোলা হয়ে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল।


মন্তব্য