kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।


শিক্ষার মাধ্যমে সংস্কৃতি চর্চার বিকাশ ঘটালে দেশ এগিয়ে যাবে : সংস্কৃতিমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৬ ২০:১২শিক্ষার মাধ্যমে সংস্কৃতি চর্চার বিকাশ ঘটালে দেশ এগিয়ে যাবে : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, শিক্ষার মাধ্যমে সংস্কৃতি চর্চা বিকাশ ঘটালে দেশ আরও এগিয়ে যাবে।
পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বড় ব্যাপার নয়, নিজেকে সু-শিক্ষায় সু-নাগরিক হিসেবে গড়ে তোলাই বড় ব্যাপার।
মন্ত্রী আজ দুপুরে বোদায় নর্বনির্মিত পৌর ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষার্থীদের শুধু পড়াশুনার প্রতি ঝুঁকে না থেকে কবিতা, গান, খেলাধুলা করে সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি ।
বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়ানের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ডঃ নুরুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রানালয়ের অধীনে প্রায় এক কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এই বোদা পৌরসভার ভবনটি নির্মান করা হয়। এ সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


মন্তব্য