kalerkantho


বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোবাংলার তদন্ত কমিটি গঠন

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৬ ১৬:৩৯বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোবাংলার তদন্ত কমিটি গঠন

রাজধানীর বনানীর বি ব্লকের ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার পরিচালককে (প্রশাসন) আহ্বায়ক করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। পেট্রোবাংলার উপব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের ঘটনা বিস্তারিত অনুসন্ধান করবে এবং এর কারণ নির্ণয় ও ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিহারের লক্ষ্যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বরের ছয়তলা ওই ভবনে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে আগুন লাগে। এ সময় তিনজন দগ্ধসহ বেশ কয়েকজন আহত হন।


মন্তব্য