kalerkantho


বিএনপির কাউন্সিলের দাওয়াত পাইনি : সৈয়দ আশরাফ

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৬ ১৪:২৭বিএনপির কাউন্সিলের দাওয়াত পাইনি : সৈয়দ আশরাফ

বিএনপির কাউন্সিলে দাওয়াত না পাওয়ায় যাননি বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। বিএনপির সম্মেলনে না যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দাওয়াত পাইনি। এখনো দাওয়াত পাইনি।

গত ১৬ মার্চ বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে দলটির সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল। সেই ছবিও প্রথম আলোর কাছে রয়েছে।

 


মন্তব্য