kalerkantho


মেহেরপুরে দুর্ঘটনায় নিহত নেতাকর্মীদের জন্য যুবলীগের শোক প্রকাশ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৬ ০৮:০২মেহেরপুরে দুর্ঘটনায় নিহত নেতাকর্মীদের জন্য যুবলীগের শোক প্রকাশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৬ যুবলীগকর্মী নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু মৃতদের প্রতি গভীর শোক জ্ঞাপন করে তাদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগ আয়োজিত এক আলোচনা সভা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মৃত্যুবরণ করে। ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

 


মন্তব্য