kalerkantho


মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে ৩ পুলিশ আহত

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মার্চ, ২০১৬ ১৩:৩৭মোহাম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে ৩ পুলিশ আহত

রাজধানীর মোহাম্মপুরে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় এখনও তা অব্যাহত রয়েছে। তবে স্থানীয় কেউ কেউ দাবি করেছেন, বুধবার রাত থেকেই চলছে এ সংঘর্ষ। মোহাম্মদপুর থানার এসআই রাজিব এ বিষয়ে জানান, কী নিয়ে সংঘর্ষ চলছে, তা এখনো জানা যায়নি। তবে, পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক বলেন, মাদককেন্দ্রিক কোনো কারণে সংঘর্ষের ঘটনাটি ঘটে থাকতে পারে। অন্য কোনো কারণও থাকতে পারে। আমার এখনো নিশ্চিত নই। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 


মন্তব্য