kalerkantho


এস এ গেমসে পদকজয়ীদের নৌপ্রধানের সংবর্ধনা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৬ ১৪:১৪এস এ গেমসে পদকজয়ীদের নৌপ্রধানের সংবর্ধনা

ভারতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে (এস এ গেমস) পদকজয়ী নৌবাহিনী সদস্যদের সংবর্ধনা দিয়েছেন নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। সংবর্ধনা পেলেন বাংলাদেশের স্বর্ণকন্যা মাহফুজা খাতুন শীলা, যিনি দুটি স্বর্ণ এনেছেন দেশের পক্ষে। আজ মঙ্গলবার দুপুরে নৌসদরের সাগরিকা হলে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে নৌবাহিনী।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি স্বর্ণসহ ১৪টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন নৌবাহিনীর এ সদস্যরা। গেমসে এ বাহিনীর ৩৯ ক্রীড়াবিদ এবং পাঁচজন অফিসিয়াল অংশ নেন। নৌপ্রধান সবাইকে অভিবাদন জানিয়ে তাদের প্রশিক্ষণে যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দেন, যাতে দেশের পক্ষে তাদের অর্জন আরও বাড়ে। সেনাপ্রধানের মতো নৌপ্রধানও এ খাতে বাজেট বাড়ানোর কথা বলেন।

 


মন্তব্য