kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


হিজবুত তাওহিদ-গ্রামবাসীর সংঘর্ষ : নিহতের সংখ্যা বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

১৪ মার্চ, ২০১৬ ২৩:২৪হিজবুত তাওহিদ-গ্রামবাসীর সংঘর্ষ : নিহতের সংখ্যা বেড়ে ৩

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোড়করা গ্রামে হিজবুত তাওহিদের সংগে গ্রামবাসীর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। এদের মধ্যে দুইজন হিজবুত তাওহিদের সদস্য, সর্বশেষ যিনি মারা গেছেন তিনি হচ্ছেন ওই গ্রামের দিনমুজুর মুজিবুল হক মুজিব (৪৮)।

তার পিতার নাম মৃত মাজহার আলী। পুলিশ, র‌্যাব ও বিজিবি ওই গ্রাম থেকে হিজবুত তাওহিদের ১১০ জনকে থানায় নিয়ে আসার খবর পেয়ে বিক্ষুদ্ধ জনতা রাত ১০টায় সোনাইমুড়ি থানায় ঘেরাও করেতে গেলে থানা থেকে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে জনতাকে হটিয়ে দেয়। সেখানে যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। এলাকায় ২ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে।


মন্তব্য