kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


সাত বছরে পা রাখলো বাংলাদেশ প্রতিদিন

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ২০:৫৪সাত বছরে পা রাখলো বাংলাদেশ প্রতিদিন

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সাত বছরে পা রাখলো। এ উপলক্ষে সোমবার রাত ৮টায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর কার্যালয়ে কেক কেটে ষষ্ঠবর্ষ পূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ ও ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক অমিত হাবিব, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক জামিলুর রহমান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর ইন চিফ আলমগীর হোসেন প্রমুখ।
কেক কেটে ৬ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করে সায়েম সোবহান বাংলাদেশ প্রতিদিন এবং এর সকল স্তরে কর্মরতদের জন্য শুভ কামনা করেন।


মন্তব্য