kalerkantho


বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবারের বোর্ডসভা স্থগিত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ২০:১৯বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবারের বোর্ডসভা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের আগামীকাল মঙ্গলবারের পরিচালনা পর্ষদের জরুরি সভা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
যদিও আজ সোমবার দুপুরে শুভঙ্কর সাহা জরুরি এ সভার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। দুপুরে তিনি সাংবাদিকদের জানান, পর্ষদ সভায় নিয়মিত আলোচনার বিষয়বস্তু ছাড়াও রিজার্ভের অর্থ চুরির বিষয়টি নিয়েও আলোচনা হবে। এরপর বিকেলে গভর্নর আতিউর রহমান ভারত থেকে দেশে ফেরার পরই জরুরি এ সভাটি স্থগিতের সিদ্ধান্ত হয়।


মন্তব্য