kalerkantho


শান্তিনগরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৬ ১৪:০১শান্তিনগরে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর শান্তিনগরের একটি মাহবুব টাওয়ার বহুতল ভবন থেকে তিশমা (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্টন থানার এসআই প্রবীর কুমার। পুলিশ জানায়, তিশমা ওই ভবনের সপ্তম তলার একটি বাসায় গৃহকর্মে নিয়োজিত ছিল। রবিবার রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এসআই প্রবীর কুমার দুপুর ১টার দিকে তিশমার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এদিকে, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িচাপায় প্রাণ গেছে অজ্ঞাত এক নারীর। তার মরদেহও ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

 


মন্তব্য