kalerkantho


মন্ত্রীর কথা কার্যকর, শতাব্দীর জন্য বাস

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৬ ১৭:৫৩মন্ত্রীর কথা কার্যকর, শতাব্দীর জন্য বাস

প্রতিদিনের মতো নারীদের বাসের জন্য অপেক্ষা করতে হয়নি, বরং বাসটাই অপেক্ষা করছিল নারীদের জন্য। সে বাসে প্রথমে শতাব্দী নামের সেই মেয়ে এবং তারপরে একে একে স্কুলগামী অন্য মেয়েরা উঠল। পরে বাস ছুটে চলল।

আজ রবিবার ভোর ঠিক সাড়ে ৬টায় শেওড়া বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে বাসটি। এতে একই সঙ্গে অবসান হয় শতাব্দীর মতো শত শত মেয়ের কষ্ট।

শতাব্দী বাসে চড়ে পরবর্তী বাসস্ট্যান্ড ক্যান্টনমেন্ট এমইএস বাস বাসস্ট্যান্ডে নেমে গেল। আর এখন থেকে এই বাস প্রতিদিন চলবে। শেওড়া থেকে মহাখালী পর্যন্ত মহিলা বাস সার্ভিস নামে সরকারের বিশেষ এই বাস সেবা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সরাসরি পেয়ে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী শামসুন্নাহার শতাব্দী গতকাল শনিবার প্রশ্ন করেছিল এই সড়কে কি কোনো মহিলা বাসের প্রয়োজন নেই?

এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী সেই মুহূর্তেই বাসের ঘোষণা দিয়েছিলেন। মন্ত্রীর ঘোষণা মাত্রই তা কার্যকর হলো। এই সড়কের যেসব মহিলা যাত্রীদের আগে লোকাল বাসে উঠতে দেওয়া হতো না, বা উঠতে গেলে শত পুরুষ ঠেলে বেগ পেতে হতো- এখন তাদের জন্যই আলাদা একটি বাস অপেক্ষা করছে।


মন্তব্য