kalerkantho


সফিপুরে সুতার কারখানায় আগুন

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ২৩:১৯সফিপুরে সুতার কারখানায় আগুন

কালিয়াকৈরের সফিপুর এলাকায় যমুনা গ্রুপের সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় দেড়শ টন তুলা ও মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের খবর কোনো পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবের পেয়ে ফায়ার সর্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সর্ভিস জানায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যমুনা গ্রুপের বেশ কয়েকটি কারখানা রয়েছে। যুমনা গ্রুপের শামিম স্পিনিং মিলের ব্লো রুমে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গোডাউনে রাখা তুলা ও মেশিনের মধ্যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কারখানায় কর্মরত শ্রমিকেরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসে। খবর পেয়ে কালিয়াকৈর, সাভার ও গাজীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. শাহজাহান মিয়া জানান, আগুনে কারখানার প্রায় দেড়শ’ টন তুলা ও মেশিন পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি।


মন্তব্য