kalerkantho


খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের কমিটি গঠন

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ২১:৫৮খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের কমিটি গঠন

ক্যাপ্টেন শাহাবউদ্দীন আহাম্মদ বীর উত্তমকে চেয়ারম্যান এবং আলহাজ মো. শাহজাহান কবির বীর প্রতীককে মহাসচিব করে আগামী দুই বছরের জন্য ১৯ সদস্য বিশিষ্ট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ মুক্তিযুদ্ধ যাদুঘরের অডিটরিয়াম-এ দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান হলেন- গোলাম আজাদ বীর প্রতীক, মাহাবুব এলাহী রঞ্জু বীর প্রতীক ও সৈয়দ রফিকুল ইসলাম বীর প্রতীক।
যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, সাংগঠনিক সচিব আনোয়ার হোসেন বীর প্রতীক, অর্থ সচিব একেএম রফিকুল হক বীর প্রতীক, দপ্তর সচিব রফিকুল ইসলাম বীর প্রতীক, সমাজকল্যাণ ও পুনর্বাসন সচিব মোজাম্মেল হক বীর প্রতীক, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সচিব সৈয়দ রেজওয়ান আলী বীর প্রতীক।
কার্যকরী সদস্যরা হলেন- এম এইচ সিদ্দিকী বীর উত্তম, সৈয়দ ছদরুজ্জামান বীর প্রতীক, মহসিন আলী সরদার বীর প্রতীক, নুরুদ্দিন আহম্মদ বীর প্রতীক, খোরশেদ আলম বীর প্রতীক, হাবিবুর রহমান বীর প্রতীক, মতিউর রহমান বীর প্রতীক ও আব্দুল মজিদ বীর প্রতীক।


মন্তব্য