kalerkantho


কবি রফিক আজদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ১৯:৫২কবি রফিক আজদের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কবি রফিক আজাদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, রফিক আজাদ একজন বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে তিনি এক নিজস্ব রচনাশৈলী তৈরি করেছিলেন। কবি হিসেবে তার লেখা তরুণদের মাঝে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আশৈশব তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের নানা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে।
উপাচার্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রফিক আজাদ চিকিৎসাধীন অবস্থায় আজ অপরাহ্নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।


মন্তব্য