kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৬ ১৫:২২ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজধানীর লালবাগে গাছের ডালে আটকে পড়া ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়জিদ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে আজিমপুর মৌচাক কলোনিতে এ ঘটনা ঘটে।

বায়জিদ লালবাগ আজিমপুর মৌচাক কলোনিতে পরিবারে সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।
 
মৃত বায়জিদের বড়ভাই মীর তৌহিদুল ইসলাম জানান, একটি গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে তার ছোট ভাই বায়জিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 


মন্তব্য