kalerkantho


সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ, ল্যাবএইডে ভর্তি

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৬ ১৮:০০সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ, ল্যাবএইডে ভর্তি

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ৬৯ বছর বয়স্ক সুরঞ্জিত হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. বরেণ চক্রবর্তী।

ডা. বরেণ জানান, গতকাল রাত ১২টায় সুরঞ্জিত হাসপাতালে ভর্তি হন তবে তাকে নিয়ে বর্তমানে শঙ্কার কিছু নেই। তার শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে ভালো। চলতি বছরের ২০ জানুয়ারিও হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা।


মন্তব্য